আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ জানুয়ারী ২০১৯, সোমবার |

kidarkar

যে কারণে পাকিস্তানি নৌবহর এখন ইরানে

শেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের একটি নৌবহর চার দিনের শুভেচ্ছা সফরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বন্দর আব্বাসে পৌঁছেছে। এ সফরের মাঝ দিয়ে ভাতৃপ্রতীম দু’দেশের সামরিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

রবিবার (৬ জানুয়ারি) পাকিস্তানের নৌবহরটি ইরানের বন্দর আব্বাসে পৌঁছায়। এতে রয়েছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস খায়বার, পিএমএসএস ঝোব, পিএনএস মাদাদকার এবং পিএনএস রাহ নাওয়ার্দ। খবর পার্সটুডে।

ইরানি নৌবাহিনীর কমান্ডার মোজতবা মোহাম্মাদি জানান, পাকিস্তানি নৌসেনারা স্থানীয় ইরানি নৌ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যৌথ সাংস্কৃতিক ও প্রশিক্ষণ কোর্সে অংশ নেবে। এছাড়া, নৌবাহিনীর বন্দর আব্বাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখবেন।

কমান্ডার মোজতবা মোহাম্মাদি জানান, দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্য নিয়ে ইরান এ পর্যন্ত পাকিস্তানে বেশ কয়েকটি নৌবহর পাঠিয়েছে। এর মধ্যে ২০১৬ সালে করাচি বন্দরে ইরানের ৪৩তম নৌবহর যৌথ ত্রাণ ও উদ্ধার মহড়ায় অংশ নেয়।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.