আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ জানুয়ারী ২০১৯, রবিবার |

kidarkar

গাড়ি নিয়ন্ত্রন করতে এলো ”প্রহরী”

শেয়ারবাজার ডেস্ক: গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মাধ্যমে গাড়ির অবস্থান শনাক্ত করার যন্ত্র বা ভেহিকল ট্র্যাকার বাজারে এনেছে অন্য রকম ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড। দেশীয় প্রযুক্তিতে ও দেশে তৈরি ‘প্রহরী’ নামের এই ট্র্যাকিং ডিভাইস তৈরির গবেষণায় ছিল পাইল্যাবস বাংলাদেশ লিমিটেড।

যেকোনো ধরনের গাড়ির চলাচল সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রহরী ব্যবহার করা যায়। লাইভ ট্র্যাকিং, জ্বালানি মনিটরিং, গাড়ির দরজার বন্ধ নাকি খোলা, জিওফেন্সিং, ডেস্টিনেশন অ্যালার্ট, এসি ব্যবহার, বেশি গতি—এমন ২০টির বেশি সুবিধা পাওয়া যাবে এতে। অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ এবং ওয়েব পোর্টালের মাধ্যমে হালনাগাদ ও প্রতিবেদন পাওয়া যাবে।

দাম
ব্যক্তিগত ও করপোরেট চাহিদাভেদে চারটি প্যাকেজে পাওয়া যাচ্ছে প্রহরী। এগুলো হলো লাইট, বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম। দাম পড়বে ৪,৪৯৯ থেকে ১১,৯৯৯ টাকা পর্যন্ত। সঙ্গে প্রতি মাসে প্যাকেজ অনুযায়ী ৪৫০ থেকে ৬৯৯ টাকা পর্যন্ত ফি দিতে হবে। ইনস্টলেশন ছাড়াই পাওয়া যাবে প্রহরী। www.prohori.com ঠিকানার ওয়েবসাইটে থেকে ফরমাশ জানানো যাবে।

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.