আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ মার্চ ২০১৯, শনিবার |

kidarkar

প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোট গ্রহণ রোববার

শেয়ারবাজার ডেস্ক: পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৭৮টি উপজেলায় রবিবার ভোট অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি পাঠানো হবে শনিবার (৯ মার্চ)। শুক্রবার মধ্যরাত থেকে এসব এলাকায় প্রচার বন্ধ করার নির্দেশ অনুযায়ী শেষ করেন প্রার্থীরা ।

রবিবার (১০ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে এসব উপজেলায় আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে। এখন ভোটগ্রহণের অপেক্ষা। এ ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ হবে।

প্রথম ধাপে ৮১টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের সব ধরণের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। অনিয়মের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোণার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জে ভোট স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে, আইনী জটিলতায় আরও ৩টি উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে আগেই। প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৫টি উপজেলায় চেয়ারম্যান পদে বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থীরা।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.