আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার |

kidarkar

পাকিস্তানের আকাশে চীন‐তুরস্কের যুদ্ধবিমানের মহড়া, ফের উত্তেজনা

শেয়ারবাজার ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমনকি যুদ্ধে পর্যন্ত জড়াতে পারে প্রতিবেশী দেশ দুইটি।

আর এমন উত্তেজনার মধ্যেই পাকিস্তানের আকাশসীমায় মহড়া দিতে যাচ্ছে তুরস্ক ও চীনের যুদ্ধবিমান। এতে এই অঞ্চলের উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

জানা গেছে, আগামী ২৩ মার্চ পাকিস্তান দিবস। এই উপলক্ষে এবার পাকিস্তান দিবসের প্যারেডে চীনের জে ১০ যুদ্ধবিমান ও তুরস্কের এফ ১৬ বিশেষ মহড়া দেবে।

পাক সামরিক বাহিনী এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদফতর (আএসপিআর) এর মুখপাত্র মেজর জেনালের আসিফ গফুর জানান, এবারের প্যারেডে তুরস্কের এফ ১৬ এবং চীনের জে ১০ যুদ্ধবিমান এবার পাকিস্তান দিবসে বিশেষ মহড়া দেবে। খবর জি নিউজ উর্দুর।

আজারবাইজান ও সৌদি আরব সেনাবাহিনীর বিশেষ মহড়া প্রদর্শিত হবে। পাশাপাশি সৌদি, বাহরাইন, আজারবাইজান এবং শ্রীলঙ্কার পেরাকমান্ডোরাও অংশ নেবে।

চমক হিসেবে এবার পাকিস্তান দিবসের প্যারেডে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদফতর (আএসপিআর) এর মুখপাত্র মেজর জেনালের আসিফ গফুর।

মেজর জেনালের আসিফ গফুর বলেন, এবারের পাকিস্তান দিবসের প্যারেডে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি আজরবাইজানের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসান আওফ, বাহরাইনের সেনা কমান্ডার জেনারেল শের মোহাম্মদ বিন ইসা আল খলিফা এবং ওমানের উচ্চপদস্ত সেনা অফিসাররাও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বলে জানান তিনি।

আইএসপিআর মুখপাত্র মেজর জেনালের আসিফ গফুর, পাকিস্তান দিবসের বিস্তারিত কর্মসূচি জানিয়ে দিবসটি উপলক্ষে নির্মিত বিশেষ ভিডিও ‘পাকিস্তান জিন্দাবাদ’ এর প্রমো টুইটারে শেয়ার করেন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.