আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার |

kidarkar

মুরগির আক্রমণে শিয়ালের মৃত্যু!

শেয়ারবাজার ডেস্ক: ফ্রান্সে খামারের কিছু মুরগী মিলে একটি ছোট শিয়ালকে মেরে ফেলেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কৃষি স্কুলের খামারে এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএফপি জানায়, ওই খাঁচায় তিন হাজার মুরগি ছিল। পরের দিন খামারের এক কোনায় শিয়ালটির মরদেহ পাওয়া যায়। শিয়ালটির ঘাড়ে মুরগির ঠোঁটের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

কৃষি বিষয়ক স্কুল গ্রস-চেনের ফার্মিং-এর প্রধান প্যাসকেল ড্যানিয়েল বলেন, এগুলো এদের (মুরগির) সহজাত প্রবৃত্তি। তারা ঠোঁট দিয়ে তাকে (শিয়ালটিকে) আক্রমণ করে।

পাঁচ একর জমির উপর করা এই খামারে প্রায় ৬,০০০ মুরগীকে প্রাকৃতিক পরিবেশে পালন করা হয়।

এএফপি জানাচ্ছে, দিনের বেলায় খাঁচার দরজা খুলে রাখা হয় যাতে মুরগীগুলো বাইরে ঘুরে-ফিরে বেড়াতে পারে।

ধারণা করা হচ্ছে, সেসময়ই শিয়াল শাবকটি মুরগীর খাঁচায় ঢুকে পড়ে।

এরপর যখন স্বয়ংক্রিয় খাঁচাটি বন্ধ হয়ে যায়, তখন পাঁচ-ছয় মাস বয়সের এই বাচ্চা শিয়ালটি ভেতরে আটকা পড়ে।

‘সম্ভবত এতোগুলো মুরগীর আক্রমণে শিয়ালটি ভয় পেয়ে গিয়েছিল’, ফরাসী স্থানীয় সংবাদপত্র অয়েস্ট ফ্রান্সকে বলেন মি. ড্যানিয়েল।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.