আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ এপ্রিল ২০১৯, মঙ্গলবার |

kidarkar

‘তুরিনের বুড়ি’দের ঘুম কেড়ে নিয়েছেন রোনালদো

শেয়ারবাজর ডেস্ক: সিরি ‘আ’ জয়টাকে জুভেন্টাস ডালভাত বানিয়ে ফেলেছে। ৩৪ বারের লিগ চ্যাম্পিয়নরা এবার টানা অষ্টম শিরোপা জয়ের পথে। ২৯ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। কিন্তু দুবার ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুটজয়ী জুভদের আরেকটি চ্যাম্পিয়নস লিগের জন্য হাপিত্যেশ ২৩ বছরের। সর্বশেষ তারা চ্যাম্পিয়নস লিগ জিতেছে ১৯৯৫-৯৬ মৌসুমে। ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে এবার সেই খরা কাটানোর স্বপ্ন দেখছে ‘তুরিনের ওল্ড লেডি’রা। এ জন্যই রোনালদোকে তারা নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ থেকে। কিন্তু জুভেন্টাসের সেই স্বপ্নে ধাক্কা লেগেছে সার্বিয়ার বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে পর্তুগিজ ফরোয়ার্ড চোট পাওয়ায়। আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে তাঁকে পাওয়াটা ‘কঠিন’ হয়ে দাঁড়িয়েছে।

সার্বিয়ার সঙ্গে গত ২৫ মার্চ ১-১ গোলে ড্র ম্যাচের ৩০ মিনিটে ঊরুর চোট নিয়ে মাঠ ছাড়েন রোনালদো। ডাক্তারি পরীক্ষা জানিয়েছিল, দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সেই হিসেবে আয়াক্সের বিপক্ষে ১০ এপ্রিল আমস্টারডামে প্রথম লেগে খেলার কথা রোনালদোর। কিন্তু গতকাল তাঁর চোটের সর্বশেষ পরিস্থিতি দেখে তুরিনের ‘ওল্ড লেডি’খ্যাত দল জুভেন্টাসের কোচ অ্যালেগ্রি ঠিক আশাবাদী নন, ‘মাঠে ফিরতে পরিশ্রম করে যাচ্ছে ক্রিস্টিয়ানো। আশা করছি, আয়াক্সের বিপক্ষে তাকে পাব আমরা। তবে এটা খুব কঠিন হবে।’

রোনালদোর চোটের অবস্থা বলতে গেলে প্রতিদিনই বিশ্লেষণ করছেন জুভেন্টাসের চিকিৎসক দল। গতকালও একবার তাঁর ঊরু পরীক্ষা করে দেখা হয়েছে। সেটির রিপোর্ট দেখে অ্যালেগ্রির কাছে অবস্থা ভালোই মনে হয়েছে, ‘আজকের (গতকাল) পরীক্ষার ফল আগের চেয়ে অনেক ভালো। পায়ের অবস্থা দেখেও আগের চেয়ে ভালো মনে হচ্ছে। এখনো ৯ দিন বাকি আছে। সবকিছু বিবেচনা করে দেখার সময় আছে। এই মুহূর্তে সে যা করতে পারছে, তা করে যাচ্ছে। স্বাভাবিক যে এসব ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং সব দিক ভালোমতো বিবেচনা করতে হবে।’

জুভেন্টাসে এই মুহূর্তে চোটের তালিকাটা লম্বা। ডগলাস কস্তা, পাওলো দিবালা, মারিও মানজুকিচ, স্যামি খেদিরা, হুয়ান কুয়াদ্রাদো রয়েছেন চোটে। তবে আয়াক্স ম্যাচের আগে সবাই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী অ্যালেগ্রি, ‘ডগলাস কস্তার অবস্থা ভালো। আয়াক্সের বিপক্ষে তাকে পাওয়া যাবে। স্যামি গতকাল অনুশীলন করেছে। এসি মিলানের বিপক্ষে (আগামী শনিবার) খেলতে পারে। কুয়াদ্রাদোর অবস্থাও ভালো। দলের সঙ্গে তার অনুশীলনে ফেরাটা এখন সময়ের ব্যাপার। পাওলো দিবালার অবস্থা কী, সেটা দেখব। মানজুকিচের জ্বর হয়েছে, তার অবস্থাও বিবেচনা করে দেখব আমরা।’

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.