আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার |

kidarkar

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ

শেয়ারবাজার ডেস্ক: আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসু‌চি গ্রহণ ক‌রে‌ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরমধ্যে ৭ এপ্রিল সকালে রাজধানীর কৃ‌ষি‌বিদ ইনস্টি‌টিউশন মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত হ‌বে জাতীয় পর্যা‌য়ের উদ্বোধনী অনুষ্ঠান।

বৃহস্প‌তিবার (৪ এপ্রিল) দুপু‌রে স‌চিবাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে স্বাস্থ্যমন্ত্রী জা‌হিদ মা‌লেক এ তথ্য জানান।

তিনি বলেন, দিবস‌টি উপল‌ক্ষে জাতীয় পর্যা‌য়ে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, টে‌লি‌ভিশ‌নে আলোচনা, সড়কদ্বীপ স‌জ্জিতকরণ, প্রেস‌ব্রি‌ফিং, জা‌রিগান, প্র‌তিপাদ্য বিষ‌য়ের উপর সরকা‌রি বেসরকা‌রি সংস্থার উদ্যোগে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি হা‌তে নেওয়া হ‌য়ে‌ছে। প্র‌তি বছ‌রের মত যথাযথ মর্যাদায় দিবস‌টি পালন করা হ‌বে।

প্র‌তিবছরই এক‌টি গুরত্বপূর্ণ সমস্যা‌কে চি‌হ্নিত ক‌রে সে বিষ‌য়ে ব্যাপক গণ স‌চেতনতা সৃ‌ষ্টি, সমস্যা সমাধা‌নে কার্যকর পদ‌ক্ষেপ গ্রহণ এবং সক‌লের সমর্থন অর্জনই দিবস‌টি পাল‌নের মূল লক্ষ্য বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এ বছ‌রের নির্বাচিত বিষয় হ‌চ্ছে ‘ইউনিভার্সেল হেলথ কাভা‌রেজ ফর প্রাইমা‌রি হেলথ কেয়ার উইথ এ ফোকাস অন ইক্যু‌য়ি‌টি এন্ড স‌লিডা‌রি‌টি’ যার অর্থ হ‌লো সমতা ও সংহ‌তি ‌নির্ভর সার্বজনিন প্রাথ‌মিক স্বাস্থ্যসেবা, যা আমা‌দের দে‌শের প্রেক্ষাপ‌টে অত্যন্ত গুরত্বপূর্ণ।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.