আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ এপ্রিল ২০১৯, সোমবার |

kidarkar

মালয়েশিয়ায় নিহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে

শেয়ারবাজার ডেস্ক: মালয়েশিয়া নিলাই থেকে এয়ারপোর্টগামী বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ মোট ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩৪ জন। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, রোববার (৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিলাই থেকে এয়ারপোর্ট গামী বাংলাদেশি কর্মীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলে ৬জন বাংলাদেশিসহ ৯জন কর্মী নিহত হয়। এরপর হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।

এরই মধ্যে নিহত ৬ বাংলাদেশীর পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন-

(১) মোহাম্মদ সোহেল।

(২) মোহাম্মদ মোমিন

(৩) আল আমিন

(৪) মোহাম্মদ রাকিব মোহসিন

(৫) মোহাম্মদ গোলাম

(৬) রাম চৌধুরী।

ঘটনার পর ঘটনাস্থল ঘিরে রাখে স্থানীয় পুলিশ।

কেএলআইএ এর পুলিশ প্রধান এসিপি জুলকিফিলি জানান, নিহতদের মধ্যে আটজন বিদেশি কর্মী, বাস চালক এবং একজন স্থানীয় রয়েছে।

তিনি বলেন, সেরডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন বিদেশি নাগরিক মারা যান। যিনি একজন মহিলা কর্মী ছিলেন।

জুলকিফিলি জানান, বাসে ৪৩ জন কর্মী ছিলেন। যারা সকলেই বিদেশি।

তিনি আরও জানান, আহতদেরকে চিকিৎসার জন্য সার্ডাঙ্গ হাসপাতালে, পুলরাজায়া হাসপাতাল, ব্যাটিং হসপিটালে এবং কাজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.