আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ এপ্রিল ২০১৯, সোমবার |

kidarkar

‘এলআরবি’ ব্যান্ডের নাম পরিবর্তন, নতুন নাম ‘বালাম এন্ড দ্য লেগেসি’

শেয়ারবাজার ডেস্ক: গেলো বছরে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। যিনি ছিলেন ‘এলআরবি’ ব্যান্ডের মূল ভোকাল। এদিকে গত ৫ এপ্রিল ২০১৯ রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুনর্গঠিত ব্যান্ড এলআরবির নতুন লাইন আপ ঘোষণা করা হয়। সেখানে কণ্ঠশিল্পী বালামকে মূল ভোকাল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন লাইনআপে ব্যান্ডের সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে নব গঠিত এলআরবি ব্যান্ডের সদস্যরা এলআরবি নামটি পরিবর্তন করে ব্যান্ডের নাম ‘বালাম এন্ড লেগেসি’ (Balam & The legacy) নামে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তারা বলেন –মনে পড়ছে বসের সেই বিখ্যাত উক্তি ‘দ্যা শো মাস্ট গো অন’, তাই আমরা জোর দিয়ে বলসি ‘দ্যা লেগেসি মাস্ট গো অন’।

অনুষ্ঠানে বালামসহ ব্যান্ডের সকল সদস্যরা বলেন — এল আর বি ব্যান্ডের প্রাণপুরুষ আইয়ুব বাচ্চু প্রতি পূর্ন শ্রদ্ধা এবং সম্মান রেখে তার স্মৃতিকে অম্লান রাখতে আমাদের সকলের প্রান প্রিয় ব্যান্ডেকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রয়াস।

তারা আরো বলেন, আইয়ুব বাচ্চুর রিপ্লেসমেন্ট কখনোই সম্ভব নয়। আমরা আমাদের এবি ও এলআরবি’র গানগুলো কে বাঁচিয়ে রাখার জন্য এবং নতুন প্রজন্ম ও পরবর্তী প্রজন্মের কাছে গানগুলোকে আগের মতই পৌঁছে দিতে আমরা এই সময়ের জনপ্রিয় শিল্পী বালাম কে লাইনআপে ফ্রন্ট ম্যান হিসাবে গিটার এবং ভয়েজ এ নিয়ে আসি।

কিন্তু প্রয়াত আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা এলআরবি নামটি ব্যবহার না করার জন্য আমাদের কাছে বিশেষ অনুরোধ জানান।

এলআরবি ব্যান্ড এর সদস্যরা বলেন — বিষয়টি আমাদের কাছে অনেক আবেগপ্রবণ আমরা বসকে এবং এলআরবি কে অনেক ভালোবাসি আমরা বসের সম্মান রক্ষার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে কখনো পিছপা হয়নি এবং হবো না।

এখন থেকে এলআরবি সদস্যদের, ‘বালাম এন্ড লেগেসি’ ব্যান্ড নামে নতুন করে মঞ্চ মাতাতে দেখা যাবে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.