মূল্য সংবেদনশীল তথ্য নেই বেঙ্গল উইন্ডসোরের

শেয়ারবাজার ডেস্ক: অস্বাভাবিকহারে দর বাড়ার কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসোর থার্মপ্লাস্টিক লিমিটেড। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বেঙ্গল উইন্ডসোর কাছে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিশ্লেষণে দেখ গেছে, গত ৯ কার্যদিবস অর্থাৎ ৭ থেকে ২০মে পর্যন্ত এ শেয়ারের দর বেড়েছে ২৪.২ টাকা বা ৪৮.৯৯ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৪৯.৯০ টাকা বেড়ে ৭৩.৬০ টাকা হয়েছে। যা অস্বাভাবিক মনে করছে ডিএসই।
শেয়ারবাজারনিউজ/অ