সিএসইতে সাপ্তাহিক গেইনারের শীর্ষে সুহৃদ ইন্ডাস্ট্রিজ

শেয়ারবাজার ডেস্ক: ক্লোজিং প্রাইজ অনুযায়ী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে উঠে এসেছে পুজিঁবাজারে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচিত সপ্তাহে ৩৪.০৬ শতাংশ দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে কোম্পানিটি। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্লেষণে দেখা গেছে, আলোচিত সপ্তাহে সুহৃদ ইন্ডাস্ট্রিজের দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৫০ লাখ ৯৭ হাজার ৪২৫ টাকার শেয়ার। আর সপ্তাজুড়ে ২ কোটি ৫৪ লাখ ৮৭ হাজার ১২৫ টাকার শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।
৩১ জুন ২০১৪ সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। এছাড়াও কোম্পানিটির প্রকাশিত তৃতীয় প্রান্তিকে মুনাফায় রয়েছে। আর এ কারণে এ শেয়ার প্রতি বিনিয়োগকারীদেরে আগ্রহ বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এছাড়াও সিএসইতে সাপ্তাহিক গেইনারের তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে এএফসি এগ্রো বায়োটিকের শেয়ার দর বেড়েছে ২৬.৭৩ শতাংশ, ইউনাইটেড এয়ারওয়েজের ২৪.৬৭ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ২৪.৪০ শতাংশ, প্যারামাউন্ড ইন্স্যুরেন্সের ২০.০০ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ২০.০০ শতাংশ, বিডি জেনারেল ইন্স্যুরেন্সের ১৯.৫৯ শতাংশ, খান ব্রাদার্সের ১৯.০০ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ১৮.৪৬ শতাংশ এবং পাওয়ার গ্রীড কোম্পানি অব বিডি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৭.৮১ শতাংশ।
শেয়ারবাজারনিউজ/মু