উভয় স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লুজারের শীর্ষে ওয়াটা ক্যামিকেলস

শেয়ারবাজার ডেস্ক: ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লুজারের শীর্ষে অবস্থান করছে পুজিঁবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ওয়াটা ক্যমিকেলস লিমিটেড।
ডিএসইতে এ কোম্পানির শেয়ার দর ১৯.১৫ শতাংশ কমেছে। অন্যদিকে সিএসইতে দর কমেছে ১৭.২০ শতাংশ।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর দৈনিক গড়ে ৫১ লাখ ৬৫ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।
এদিকে ডিএসইতে সাপ্তাহিক লুজারে থাকা বাকি কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ের দর কমেছে ১৩.৫৭ শতাংশ, বিডি থাই ১০.৭৭ শতাংশ, ইনটেক লিমিটেড ৯.৭৯ শতাংশ, ইউনাইটেড পাওয়ার ৯.৬৬ শতাংশ, স্কয়ার টেক্সটাইল ৮.১১ শতাংশ, মেঘনা সিমেন্ট ১৪.৫৯ শতাংশ, এনসিসি ব্যাংক ৭.৪৮ শতাংশ, সাফকো স্পিনিং ৬.৫৯ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংকের দর কমেছে ৬.১২ শতাংশ।
এদিকে সিএসইতে ওয়াটা ক্যামিকেলের দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৫৪ হাজার ৮১৭ টাকার শেয়ার। আর সপ্তাজুড়ে ২ লাখ ৭৪ হাজার ৮৫ টাকার শেয়ার লেনদেন করেছে কোম্পানিটি।
এছাড়াও সিএসইতে সাপ্তাহিক টপটেন লুজারের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে এআইবিএল ১ম ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ১৫.৯০ শতাংশ, সোনালী ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১৫.২০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর কমেছে ১৪.১৮ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১৩.২১ শতাংশ, মেঘনা সিমেন্টের শেয়ার দর কমেছে ১১.০৬ শতাংশ, বিডি থায়ের শেয়ার দর কমেছে ১০.৯৮ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের শেয়ার দর কমেছে ৯.৮০ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৯.৫২ শতাংশ এবং স্কায়ার টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর কমেছে ৯.২৭ শতাংশ।
শেয়ারবাজারনিউজ/মু/সা