২ কোম্পানি ডিভিডেন্ড দিবে আজ

শেয়ারবাজার ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। ঘোষণা অনুযায়ী আজ অনুষ্ঠিত হবে এসব কোম্পানির বোর্ড সভা। এগুলো হলো: বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্স বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
এদিকে ফ্যামিলি টেক্সের স্থগিতকৃত বোর্ড সভা আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এর আগে এ কোম্পানির বোর্ড সভা ২৯ এপ্রিল, বুধবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভা স্থগিত করেছিলো কোম্পানিটি।
সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি এসব কোম্পানির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ ক্যাশ এবং ২৫ শতাংশ স্টকসহ মোট ৩৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিলো।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ফ্যামিলি টেক্স ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিলো। সে বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিলো ৭.২৬ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছিলো ২১.৭২ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছিলো ৩.৪৫ টাকা।
শেয়ারবাজারনিউজ/অ