ইংলিশ প্রিমিয়ার লিগ সেরা মরিনহো-হ্যাজার্ড

শেয়ারবাজার ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে এ মৌসুমের সেরা কোচ নির্বাচিত হয়েছেন হোসে মরিনহো। অন্যদিকে, সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন এডেন হ্যাজার্ড। অর্থাৎ, শিরোপা জয়ের পর মৌসুমের সম্মানজনক দু’টি অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও চেলসির জয়জয়কার।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের প্যানেলে থাকা সাবেক খেলোয়াড়, সাংবাদিক ও ফুটবল স্টেকহোল্ডারদের ভোটের ভিত্তিতে সেরা কোচ ও সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।
চার মৌসুম পর হোসে মরিনহোর হাত ধরেই প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করে চেলসি। তাই তার সেরা কোচ হওয়ার বিষয়টি এক প্রকার অনুমিতই ছিল। এর আগে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে ব্লুজদের কোচ থাকাকালীন সময়েও তিনি এই অ্যাওয়ার্ড জিতেছিলেন।
মরিনহোর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন সাউদাম্পটনের কোচ রোনাল্ড কোমান, সোয়ানসি সিটির গ্যারি মন্ক, লেইচেস্টার সিটির নাইজেল পিয়ারসন ও আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। তার অধীনে গানাররা এখন পর্যন্ত টানা আঠার মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে।
হেভিওয়েট কোচ হলেও ম্যানইউর লুইস ফন গান, ম্যানসিটির ম্যানুয়েল পেলেগ্রিনি ও লিভারপুলের ব্রেন্ডন রজার্সকে মনোনীত তালিকায় রাখা হয়নি।
অন্যদিকে, হ্যাজার্ড ছাড়াও সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে আরো সাতজন ছিলেন। এদের মধ্যে জন টেরি, সেস ফ্যাব্রিগাস ও নিমাঞ্জা মাটিচ তিনজনই চেলসির ফুটবলার। অন্যান্যদের মধ্যে রয়েছেন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো, ম্যানইউর স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়া, টটেনহামের পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় হ্যারি কেন ও আর্সেনালের চিলিয়ান স্ট্রাইকার আলেক্সিস সানচেজ।
সম্প্রতি আরো দু’টি গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড জেতেন হ্যাজার্ড। এই বেলজিয়ান ফুটবলার প্রফেসনাল ফুটবলার’স অ্যাসোসিয়েশন (পিএফএ) ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লুএ) পক্ষ থেকে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন।
প্রিমিয়ার লিগের প্রতিটি দল আর এক ম্যাচ করে খেলে এ মৌসুমের ইতি টানবে। এখন পর্যন্ত হ্যাজার্ড ৩৭ ম্যাচে ১৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯টি। তিন ম্যাচ হাতে রেখেই চেলসির শিরোপা জয়ে বড় অবদান রাখেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। এছাড়াও ব্লুজদের হয়ে তিনি ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপা জয়েরও স্বাদ নেন।
শেয়ারবাজারনিউজ/অ/মু