সত্যিকারের স্পাইডারম্যান: যা দেখে মুগ্ধ লাখো মানুষ! (ভিডিও)

শেয়ারবাজার ডেস্ক: স্পাইডারম্যানের কর্মকাণ্ড দেখে মুগ্ধ হননি এমন মানুষ কমই পাওয়া যাবে। কিন্তু সবারই জানা স্পাইডারম্যান বা মাকড়সা মানবের এসব কারসাজি ক্যামেরা আর প্রযুক্তির খেলা। তবে এবার রূপালি পর্দার বাইরে বাস্তব দুনিয়াতেই পাওয়া গেলো সত্যিকার এক মাকড়সা মানবের। যার কর্মকাণ্ড দেখে মুগ্ধ হয়েছেন লাখো লাখো মানুষ!
হাতের কব্জি থেকে মাকড়সার জাল না বের হলেও খাড়া দেয়াল বেয়ে উঠে যাওয়াটা যার কাছে নিতান্তই ডাল-ভাত। সত্যিকারের এই মাকড়সা মানবের নাম জ্যোতি রাজু।
এই ভারতীয়ের বয়স ২৮। আর তিনি যা করেন, তা মুখে বললে বিশ্বাস করা মুশকিল। এমন কেউ করতে পারে ? তবে জ্যোতির কীর্তি স্বচক্ষে দেখে এ বিশ্বাস জন্মাবেই, মানুষ বোধহয় ইচ্ছে করলে সবই পারে। নিমেষের মধ্যে খালি হাতে, পায়ে বেয়ে খাড়া দেওয়ালে উঠে যাওয়া। নিচের দিকে মাথা করে নেমে আসা, বা দেওয়াল বেয়ে ওঠা তাঁর কাছে স্রেফ জলভাত । তাও কোনও অবলম্বন ছাড়াই। জ্যোতি রাজু এলাকায় কোঠি রাজু ও মাংকি রাজু বলেও পরিচিত।
তিনি এরমধ্যেই খাড়া পাহাড়ে নিমেষে উঠে গেছেন বহুবার। উঠেছেন চিত্রদুর্গ ফোর্টেও। শুধু তাই নয়, জ্যোতিই একমাত্র ব্যক্তি যিনি কর্নাটকের সর্বোচ্চ (৮৩০ ফুট) যোগ জলপ্রপাতে উঠেছেন। তাও প্রায় অসম্ভবকে সম্ভব করে। জলপ্রপাতের প্রতিকূল প্রবাহমুখে তিনি পাহাড়ের চূড়ায় ওঠেন। ২০১৩-র সেপ্টেম্বরে হুবলীর মুরুসাবির মঠে ১৫ মিনিটে ক্লক টাওয়ারের চূড়ায় উঠেছিলেন জ্যোতি রাজ। এবার তাঁর ইচ্ছে, বিশ্বের সবথেকে উঁচু বাড়ি সংযুক্ত আরব আমিরশাহির বুর্জ খলিফার চূড়ায় চড়বেন।
https://www.youtube.com/watch?v=CGTvHRgVVO4
শেয়ারবাজারনিউজ/অ