বন্ড ছাড়বে আইএফআইসি ব্যাংক

শেয়ারবাজার ডেস্ক: টায়ার-২ মূলধনী শর্ত প্রতিপালনের জন্য বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী ৩৫০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে ব্যাংকটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ৩৮তম বিশেষ সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতি নেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট নীতি নির্ধারক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর বন্ড ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।
এদিকে ব্যাংকের টায়ার টু মূলধন বাড়ানোর লক্ষ্যে এই বন্ড ছাড়বে। যার মেয়াদ হবে ৭ বছর। আর এতে ৯.৫০ শতাংশ থেকে ১২.৫০ শতাংশ হারে লভ্যাংশ দেয়া হবে।
শেয়ারবাজারনিউজ/অ