আজ: বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ইং, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ মে ২০১৫, রবিবার |


kidarkar

রোনালদোর হ্যাটট্রিকে জিতলো রিয়াল


ronaldoশেয়ারবাজার ডেস্ক: স্পেনের লা লিগায় মৌসুমের শেষ ম্যাচে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে তারা ৭-৩ গোলে হারিয়েছে গেতাফেকে।

নিজেদের মাঠে অতিথি গেতাফেকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল রিয়াল শিবির। গুনে গুনে ৭ বার তাদের জালে বল পাঠিয়েছে স্বাগতিকরা। তিনটি গোল করেছেন পর্তুগিজ অধিনায়ক রোনালাদো। এর মাধ্যমে ক্লাবের হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলে এ মৌসুমে ৬১টি গোল করেছেন তিনি।

এ ছাড়া একটি করে গোল করেছেন হার্নান্দেজ, জেমস রদ্রিগেজ, জেসে ও মার্সেলো। আর গেতাফের পক্ষে একটি করে গোল করেছেন সার্জিও এস্কুডেরো, ডিয়েগো কাস্ট্রো ও লাসেন।

 

শেয়ারবাজারনিউজ/অ


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.