কলকাতায় পরীমনি!

শেয়ারবাজার ডেস্ক: শনিবার আইপিএল খেলা দেখার উদ্দেশ্যে ভারতে পাড়ি জমিয়েছেন পরীমণি। তবে খোঁজ নিয়ে জানা যায়, খেলার পাশাপাশি একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়েও অংশ নিবেন এই নায়িকা। বিজ্ঞাপনটির সম্পূর্ণ শুটিং কলকাতাতেই ধারণ করা হবে। এটি পরিচালনা করছেন কলকাতার সৈনক মিত্র।
সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়, স্যান্ডালিনা সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে হাজির হয়েছেন পরীমণি। জয় আহসানের জায়গায়, এই নায়িকাকে দেখা যাওয়ার কথা। সংবাদে এও দাবি করা হয় যে, চলতি মাসের শেষ সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং এ অংশ নিতে ভারতে যাচ্ছেন তিনি। সেই সত্যতাই পাওয়া গেল শনিবার সন্ধ্যায়। শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে বিমান যোগে ভারতে পৌঁছেন পরীমণি। এসময় তিনি আইপিএল খেলা দেখতে যাচ্ছেন বলে জানান। কিন্তু পরীমণি সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেখানে তিনি স্যান্ডালিনা সাবানের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেবেন। বিষয়টি দেশে ফিরে আনুষ্ঠানিক ভাবে জানানোর ইচ্ছা তার। এজন্যই সবকিছু গোপন রেখেছেন।
এর আগে আরিফিন শুভর সঙ্গে ‘প্রাণ আপ’ পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এছাড়া মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।
শেয়ারবাজারনিউজ/মু