উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে খুলনা পাওয়ার

শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিদ্যুৎ ও জ্বালানী খাতের ‘এ’ ক্যাটাগরির খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।
রোববার ডিএসইতে খুলনা পাওয়ারের ৩৫ লাখ ৮ হাজার ৪২২টি শেয়ার সর্বমোট ২ হাজার ৬৯১ বার হাতবদল হয়েছে। যার বাজারদর দাঁড়ায় ২৫ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা। আজ এই কোম্পানির শেয়ারদর বেড়েছে ২.৯৭ শতাংশ বা ২.১০ টাকা।
রোববার কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৭০.৭০ টাকা থেকে ৭২.৯০ টাকায় উঠানামা করে এবং সর্বশেষ ৭২.৮০ টাকায় লেনদেন হয়। গত এক মাসে এ কোম্পানির শেয়ারে সর্বনিম্ন দর ছিল ৫৭ টাকা এবং সর্বোচ্চ দর ছিল ৭২.৩০টাকা।
ডিএসইতে লেনদেনের শীর্ষ বিশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হল– সাইফ পাওয়ারটেক, সামিট এ্যালায়েন্স পোর্ট, সাবমেরিন ক্যাবল, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটো, ডেসকো, বারাকা পাওয়ার, এএফসি এগ্রো, বেক্সিমকো, ফেমিলি টেক্স, ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল, ফুয়াং ফুড, এসিআই ফর্মূলেশন, আরএকে সিরামিক, জিপি, এমজেএল বিডি, ওয়েস্টার্ন মেরিন এবং ডেল্টা লাইফ।
এদিকে রোববার সিএসইতে খুলনা পাওয়ারের মোট ৯ লাখ ৮৭ হাজার ৯৯৪টি শেয়ার মোট ৭ কোটি ৮ লাখ ৬৪ হাজার ২৫৫ টাকায় লেনদেন হয়।
সিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো– সাবমেরিন ক্যাবল, সাবমেরিন ক্যাবল, ইউনাইটেড পাওয়ার, ডেসকো, সামিট এ্যালায়েন্স পোর্ট, ফেমিলিট্যাক্স, ইউনাইটেড এয়ার, এসিআই ফর্মূলেশন, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো, এমজেএল বিডি, এএফসি এগ্রো, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, বারাকা পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ফুয়াং ফুড, সেন্ট্রাল ফার্মা, অগ্নি সিস্টেম শাশা ডেনিমস এবং ওয়েস্টার্ন মেরিন।
শেয়ারবাজারনিউজ/রু