এজিএমের স্থান পরিবর্তন করছে ২ কোম্পানি

শেয়ারবাজার ডেস্ক: বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও বিদ্যুৎ খাতের ২ কোম্পানি। এগুলো হলো: সামিট পাওয়ার লিমিটেড এবং সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লি ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সামিট পূর্বাঞ্চল পাওয়ারে ৮তম এজিএম ২৮ জুন সকাল ১১টায় এবং সামিট পাওয়ারে ১৮তম এজিএম দুপুর ১২টায়, কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্স বাংলাদেশ (কেআইবি), কৃষি খামার সড়ক (খামার বাড়ি) ফার্মগেট, ঢাকাতে অনুষ্ঠিত হবে।
এর আগে এসব কোম্পানির এজিএম পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমানা ঢাকাতে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এজিএমের স্থান পরিবর্তন করেছে কোম্পানিগুলো।
শেয়ারবাজারনিউজ/অ