বিএসইসির সঙ্গে ডিএসইর মিটিং চলছে

শেয়ারবাজার রিপোর্ট : কারিগরি ত্রুটির কারণ ও এর সমাধান ব্যাখ্যা করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) বৈঠকে মিলিত হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধিরা। রিপোর্ট লেখা পর্যন্ত এখনো বিএসইসিতে মিটিং চলছে বলে জানা গেছে।
জানা যায়, গত দুই কার্যদিবস ধরে কারিগরি ত্রুটির কারণে বিলম্বে লেনদেন চালু করেছে ডিএসই। লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুরু হয়েছে বেলা ২.২০টায়। অন্যদিকে আজকে সোয়া ১২টায় লেনদেন চালু করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার টেকনিক্যালগত সমস্যার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু করতে ৩ ঘন্টা ৫০ মিনিট বিলম্ব হয়েছে। ওইদিনের টেকনিক্যাল ইস্যুর কারণে স্বাভাবিক লেনদেনের সময় ৪ ঘন্টার তুলনায় মাত্র ১ ঘন্টা ৪০ মিনিট লেনদেন হয়েছে। লেনদেনের এই ত্রুটি বিচ্যুতির জন্য বাজারের সঙ্গে জড়িত সকল ট্রেডহোল্ডারদের সমস্যা তৈরি হয়েছে। যার কারণে দু:খ প্রকাশ করেছিল ডিএসই। এছাড়া আজ যথাসময়ে লেনদেন চালু হবে এমন কথা জানালেও তা করতে পারেনি ডিএসই।
শেয়ারবাজারনিউজ/সা