বাজার থেকে মুখ ফেরায়নি বিনিয়োগকারীরা: ৬ খাতে শতভাগ শেয়ারের দর বৃদ্ধি

শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই কার্যদিবস টেকনিক্যালগত সমস্যা থাকা সত্তেও বাজার থেকে মুখ ফিরায়নি বিনিয়োগকারীরা। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৬ খাতে শতভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। খাতগুলো হলো: ব্যাংক, সিরামিক, তথ্য ও প্রযুক্তি, কাগজ ও মূদ্রণ, সেবা ও আবাসন এবং ভ্রমন ও অবকাশ। এর পাশাপাশি অন্যান্য সকল খাতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, টানা দুই কার্যদিবস টেকনিক্যালগত সমস্যার কারণে ডিএসইতে লেনদেন চালু হতে বিলম্ব হয়েছে। গতকাল মাত্র ১ ঘন্টা ৪০মিনিট লেনদেন হলেও আজকের বাজারে লেনদেন হয়েছে পুরো ৪ ঘন্টা। আর গতকালকের বাজারে মাত্র ১ ঘন্টা ৪০মিনিট লেনেদন হওয়ায় বিনিয়োগকারীরা তাদের কাংখিত শেয়ার ক্রয়-বিক্রয়ে সমস্যায় পরে, যার অভাব পূরণ করছে আজ। এর ফলে উভয় শেয়ারবাজারে ব্যাপক সূচক বেড়েছে বলে মনে করছেন তারা। এরই ধারাবাহিকতায় প্রায় সব খাতের লেনদেন বেড়েছে এবং ৬ খাতে শতভাগ কোম্পানির শেয়াররের দর বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে আজ সোমবার দিনশেষে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৩৬ পয়েন্টে।
জানা যায়, ব্যাংক খতে তালিকাভুক্ত ৩০টি কোম্পানির মধ্যে এবি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১.৪০ টাকা, আল-আরাফা ব্যাংকের ০.২০ টাকা, ব্যাংক এশিয়ার ০.৭০ টাকা, ব্র্যাক ব্যাংকের ০.২০ টাকা, সিটি ব্যাংকের ০.৮০ টাকা, ঢাকা ব্যাংকের ০.৭০ টাকা, ডাচ্-বাংলা ব্যাংকের ২.২০ টাকা, ইবিএলের ১.৩০ টাকা, এক্সিম ব্যাংকের ০.২০ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ০.৩০ টাকা, আইসিবি ইসলামী ব্যাংকের ০.১০ টাকা, আইএফআইসি ব্যাংকের ০.৭০ টাকা, ইসলামী ব্যাংকের ০.৫০ টাকা, যমুনা ব্যাংকের ০.১০ টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ০.২০ টাকা, এনবিএলের ০.২০ টাকা, এনসিসিব্যাংকের ০.২০ টাকা, ওয়ান ব্যাংকের ১.৩০ টাকা, প্রিমিয়ার ব্যাংকের ০.৫০ টাকা, প্রাইম ব্যাংকের ০.৯০ টাকা, পূবালী ব্যাংকের ০.৭০ টাকা, রূপালী ব্যাংকের ০.৭০ টাকা, শাহ-জালাল ইসলামী ব্যাংকের ০.৩০ টাকা, এসআইবিএলের ০.৪০ টাকা, সাইথইস্ট ব্যাংকের ০.৭০ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ০.৩০ টাকা, ট্রার্স্ট ব্যাংকের ১.৩০ টাকা, ইউসিবিএলের ১.১০ টাকা, উত্তরা ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১.১০ টাকা। তবে এমটিবির শেয়ারে কোন পরিবর্তণ আসেনি।
এদিকে সিরামিক খাতের সর্বোচ্চ দর বেড়েছে আরএকে সিরামিকের। এ কোম্পানিটির শেয়ার দর ৬.০৯ শতাংশ বা ৪.৩০ টাকা দর বৃদ্ধি পেয়েছে।আজ এর দর ৭২.০০ টাকা থেকে ৭৬.৪০ টাকা পর্যন্ত ওঠা নামা করে সর্বশেষ ৭৪.৯০ টাকায় লেনদেন হয়। তাছাড়া, ফু ওয়াং সিরামিকের শেয়ারের দর ০.৫০ টাকা, মুন্নু সিরামিকের দর ০.২০ টাকা, শাইনপুকুর সিবামিকের দর ০.৫০ টাকা এবং স্ট্যা্ডার্ড সিরামিকের শেয়ার দর বেড়েছে ২.৮০ শতাংশ বা ০.৪০ টাকা।
তথ্য ও প্রযুক্তি খাতে অবস্থানরত ৬টি কোম্পানির মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে অগ্নি সিস্টেমসের। এ কোম্পানিটির শেয়ার দর ৪.০১ শতাংশ বা ১.২০ টাকা দর বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির শেয়ার দর ২৯.৮০ টাকা থেকে ৩১.৩০ টাকা পর্যন্ত ওঠা নামা করে সর্বশেষ ৩১.১০ টাকায় লেনদেন হয়। তাছাড়া এ খাতে থাকা বিডিকমের শেয়ার দর বেড়েছে ১.০০ টাকা, আমরা টেকের ০.৫০ টাকা, ড্যাফোডিল কম্পিউটারের ০.২০ টাকা, ইনটেক অনলাইনের ০.৫০ টাকা এবং ইনফরমেশন সার্ভিসের শেয়ার দর বেড়েছে ০.২০ টাকা।
কাগজ ও মূদ্রণ ২টি কোম্পানির মধ্যে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বেড়েছে ১.২০ টাকা এবং হাক্কানী পাল্পের শেয়ার দর বেড়েছে ০.৮০ টাকা।
সেবা ও আবাসন খাতের ৪টি কোম্পানির মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর বেড়েছে ১.২০ টাকা, সাইফ পাওয়ারটেকের ০.২০ টাকা, শমরিতা হাসপাতালের ০.৭০ টাকা এবং সামিট এলায়েন্সের শেয়ার দর বেড়েছে ০.৫০ টাকা।
এদিকে, ভ্রমণ ও অবকাশ খাতে ৪টি কোম্পানির মধ্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের শেয়ার দর বেড়েছে ৩.১৮ শতাংশ বা ২.০০ টাকা, দ্য পেনিনসুলারের দর বেড়েছে ১.৬০ টাকা, ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার দর বেড়েছে ০.৮০ টাকা। তবে বাংলাদেশ সার্ভিসের শেয়ারের লেনদেন না হওয়ার কারণে এর দরে কোন পরিবর্তন হয়নি।
শেয়ারবাজারনিউজ/মু/সা