কারিগরি ত্রুটি কাটিয়ে যথা সময়ে লেনদেন চালু ডিএসইতে

শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কারিগরি ত্রুটির কারণে রোব ও সোমবার যথা লেনদেন শুরু করতে পারেনি। এ সমস্যা কাটিয়ে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস যথা সময়ে লেনদেন শুরু করতে পেরেছে প্রতিষ্ঠানটি। কারিগরি ত্রুটি কাটিয়ে লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু সক্ষম হয়েছে ডিএসইর আইটি বিভাগ।
এদিকে, ২৪মে রোববার টেকনিক্যালগত সমস্যার কারণে সকাল সাড়ে ১০টার লেনদেন শুরু হয় দুপুর ২টা ২০ মিনিটে। এতে লেনদেন শুরু করতে ৩ ঘন্টা ৫০ মিনিট বিলম্ব হয়েছে। ওইদিনের টেকনিক্যাল ইস্যুর কারণে স্বাভাবিক লেনদেনের সময় ৪ ঘন্টার তুলনায় দুপুর ২টা ২০ মিনিট থেকে ৪টা পর্যন্ত মাত্র ১ ঘন্টা ৪০ মিনিট লেনদেন হয়।
জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও এর আন্তর্জাতিক পার্টনাসর মিলে এ সমস্যার সমাধান করেছে।
অন্যদিকে, একই সমস্যার কারণে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার সকাল সাড়ে ১০টার লেনদেন শুরু হয় ১২টা ১৫ মিনিটে শুরু হয়। এবং লেনদেন চলে ৪টা ১৫ মিনিট পর্যন্ত। তবে আজ যথা সময়ে লেনদেন শুরু করতে পারায় হতাশ থেকে মুক্ত সাধারণ বিনিয়োগকারীরা।
এ বিষয়ে ডিএসইর এক উধ্বর্তন কর্মকর্তা শেয়ারবাজারনিউজ ডটকমকে জানান, টেকনিক্যালগত সমস্যা কাটিয়ে উঠতে পারায় ডিএসইতে যথা সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়েছে। তবে এধরণের কারিগরি ত্রুটির সম্মুখে যেনো না পরতে হয়, সে বিষয়ে ডিএসইর আইটি বিভাগ তাদের উল্লেখ যোগ্য ভূমিকা রাখবে।
শেয়ারবাজারনিউজ/মু