আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ জানুয়ারী ২০১৫, বুধবার |

kidarkar

রিয়াজ রহমানের ওপর হামলায় ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ, সংলাপের তাগিদ

index gdgsশেয়ারবাজার রিপোর্ট: খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ঢাকাস্থ মিশন প্রধান প্যারি মায়াদোন। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করে এ উদ্বেগের কথা জানান তিনি। সাক্ষাৎকালে মিশন প্রধান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বলে  জানান ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক, তথ্য ও বাণিজ্য সহকারী চ্যারি মেরেলিন।
দেশজুড়ে চলমান সহিংসতা ও জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে মিশন প্রধান এ অবস্থা উত্তরণে আশু প্রদক্ষেপ গ্রহণ জরুরি বলে মত প্রকাশ করেন। এ প্রসঙ্গে সাবেক পররাষ্ট্র মন্ত্রী রিয়াজ রহমানের ওপর বর্বরোচিত হামলা ও রংপুরে বাসে দগ্ধ হয়ে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। গণতান্ত্রিক পথ সংকীর্ণ হওয়ার কথা উল্লেখ করে ঢাকাস্থ ইইউ মিশন প্রধান বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মানুষের সমাবেশ ও কথা বলার স্বাধীনতা হরণ করা মোটেই কাম্য নয়। সকল পক্ষকে একটি গ্রহণযোগ্য সংলাপ অনুষ্ঠানের মধ্য দিয়ে চলমান সহিংসতা রোধ, রাজনৈতিক অচলাবস্থ নিরসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করণের আহ্বান জানিয়েছেন ঢাকাস্থা ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.