আজ: বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ইং, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ মে ২০১৫, মঙ্গলবার |


kidarkar

আনচেলিত্তিকে বরখাস্ত করলো রিয়াল


carlo_ancelotti_bg_716494470শেয়ারবাজার ডেস্ক: গুঞ্জনটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জুভেন্টাসের কাছে হারের পর জোরেশোরেই শুরু হয়। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হলো। বরখাস্ত করা হলো স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে।

চলতি মৌসুমে ইউরোপীয় জায়ান্ট রিয়াল মাদ্রিদকে বড় কোনো শিরোপা এনে দিতে না পারায় চড়া এ মাশুল গুনতে হলো ইতালিয়ান এই কোচকে।

সোমবার (২৫ মে) ক্লাবের বোর্ড মিটিংয়ের পর রাতে বার্নাব্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদের এই সিদ্ধান্তের কথা জানান।

চুক্তির একবছর হাতে থাকতেই আনচেলত্তিকে বিদায় করে দেওয়া প্রসঙ্গে ক্লাব প্রেসিডেন্ট বলেন, এটা আমাদের জন্য সহজ সিদ্ধান্ত ছিল না।

আসছে সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করা হবে জানালেও কে হচ্ছেন আনচেলত্তির স্থলাভিষিক্ত এ বিষয়ে কিছু ইঙ্গিত দেননি পেরেজ। তবে, ইতালিয়ান ক্লাব নাপোলির বর্তমান কোচ রাফা বেনিতেজের নামই এক্ষেত্রে বাতাসে ভাসছে বেশি।

গত মৌসুমে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে রিয়ালের দায়িত্ব নেন আনচেলত্তি। তার অধীনে গত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে রিয়াল।

অথচ ওই শিরোপা জেতার এক বছর একদিনের মাথায়ই ব্যর্থতার দায়ে অপসারণ করা হলো আনচেলত্তিকে।

রিয়াল কর্তৃপক্ষসহ এর সমর্থকদের অভিযোগ, আনচেলত্তির দুই বছরের মেয়াদে লা লিগার শিরোপাও জিতেতে পারেনি রিয়াল মাদ্রিদ। লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পেছনে দ্বিতীয় স্থানে থেকে এ মৌসুম শেষ করেছে রিয়াল। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের বিষাদতো আছেই।

অবশ্য, স্প্যানিশ লিগের শেষ ম্যাচে গেটাফেকে ৭-৩ গোলে উড়িয়ে দেওয়ার পর রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আরও এক মৌসুম আনচেলত্তির সঙ্গে কাটিয়ে দেওয়ার আশা প্রকাশ করেছিলেন। কিন্তু তার সেই আশা আর পূরণ হচ্ছে না।

রিয়ালের ট্রেন থেকে ছিটকে পড়া আনচেলত্তি ইংলিশ ক্লাব লিভারপুল বা স্বদেশি এসি মিলানের ট্রেনে উঠতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

 

শেয়ারবাজারনিউজ/অ/মু


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.