আজ: বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ইং, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ মে ২০১৫, মঙ্গলবার |


kidarkar

মজুরি কমিশন বোর্ড গঠনের দাবি শিল্প শ্রমিকদের


Pay_commison_356741633শেয়ারবাজার রিপোর্ট: পে-কমিশন বোর্ড গঠনের মতো রাষ্ট্রায়ত্ব শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠনসহ একগুচ্ছ দাবি জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ।

২৬ মে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। বস্ত্র ও পাট মন্ত্রীর কাছে দাবিগুলো লিখিতভাবেও পাঠিয়েছে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পে-কমিশন বোর্ড গঠনের মতো রাষ্ট্রায়ত্ব শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন করে একইদিন থেকে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। সরকারের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হচ্ছে। একই তারিখ থেকে রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকদের জন্য তা বাস্তবায়ন করতে হবে।

আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর বন্ধ করার দাবি জানিয়ে মানববন্ধনে বলা হয়, দ্য ক্রিসেন্ট জুট মিলস কোম্পানিসহ যে সব মিলে শ্রমিকদের চাকরির নথিতে মনগড়া বয়স লেখা হয়েছে তা, অবিলম্বে বাতিল করে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে বয়স নির্ধারণ করতে হবে।

মিলে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক-কর্মচারী মারা গেলে মৃত্যুবিমা অনুযায়ী ৩৬ মাসের মূল মজুরির সমপরিমাণ অর্থ পাওয়ার যে নিয়ম রয়েছে, তা বৈষম্য আকারে দেওয়া হচ্ছে এমন দাবি করে বলা হয়, এ অনিয়ম দূর করতে হবে।

মানববন্ধনে বলা হয়, ২০০৯ সালের ১ জুলাই থেকে জুট মিলের চাকরিচ্যুত শ্রমিক ও কর্মকর্তা‍রা পিএফ গ্রাচুয়েটির টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে তাদের পাওনা পরিশোধ করতে হবে।

পাটের অভাবে প্রত্যেকটি মিলে উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে এমন দাবি করে মানববন্ধন থেকে বলা হয়, অবিলম্বে মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদমুখি করার জন্য পাট ক্রয়ের প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে হবে। ভবিষ্যতে কৃষক ও পাটকল উভয়ের সুবিধার্থে পাট মৌসুমে বাজারদরে মানসম্পন্ন কাঁচাপাট ক্রয়ের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও দ্য ক্রিসেন্ট জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সদস্য সচিব ও ইস্টার্ন জুটমিলস মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, রাষ্ট্রায়ত্ব পাটকলের সিবিএ-ননসিবিএ নেতা মো. মোশাররফ হোসেন, মো. খলিলুর রহমান, দীন ইসলাম প্রমুখ।

 

শেয়ারবাজারনিউজ/অ/মু


আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.