আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জানুয়ারী ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

সেরা কেন্দ্রিয় ব্যাংকার ভারতের রঘুরাম রাজন

rajanশেয়ারবাজার ডেস্ক: দায়িত্ব নিয়েছেন মাত্র এক বছর আগে। কিন্তু এ স্বল্প সময়ে দক্ষতা ও দায়িত্বশীলতার ছাপ রেখে ২০১৫ সালের সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ডসে ‘গভর্নর অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিলেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন। খবর এনডিটিভি।

পুরস্কার প্রাপ্তির পর রাজন বলেন, ‘ভারতের অর্থনীতিতে সামষ্টিক পর্যায়ে স্থিতিশীলতা আনতে, বাজারে প্রতিযোগিতা আরো জোরদার করতে এবং আর্থিক বাজার ও ব্যাংকিং খাতে প্রবৃদ্ধিকে জোরদার করতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ও তার কর্মীরা প্রভূত পরিশ্রম করেছে। এ পুরস্কার তাদের পরিশ্রমেরই স্বীকৃতি।’ তিনি আরো বলেন, ‘অর্থনীতিতে শক্তিশালী ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে একটি কার্যকর আর্থিক প্লাটফর্ম তৈরি করা এবং মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনার ব্যাপারে আমরা সম্মিলিতভাবে কাজ করে চলছি। আমি বিশ্বাস করি, আমরা সঠিক পথে চলছি এবং অগ্রগতি হবেই।’

এর আগে ২০১৪ সালে ইউরোমানি ম্যাগাজিনের ‘বেস্ট সেন্ট্রাল ব্যাংক গভর্নর’ পুরস্কার জিতেছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এ সাবেক প্রধান অর্থনীতিবিদ। রাজনই প্রথম সফলভাবে ২০০৮ সালের বিশ্বমন্দার আগমনের পূর্বাভাস দিতে পেরেছিলেন। তিন বছর ধরে ক্রমবর্ধমান ভারতের মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের পাশাপাশি মুদ্রা রুপিকে স্থিতিশীল করার জন্য ৫১ বছর বয়সী রাজন বহুলভাবে প্রশংসিত। ২০১৩ সালের সেপ্টেম্বরে তিনি আরবিআইয়ের দায়িত্ব নেন এবং এক মাসের মাথায় রুপি প্রতি ডলারের বিপরীতে ৬২ থেকে ৬৮তে উঠে আসে। ওই বছরের নভেম্বরে ভোক্তা মূল্যস্ফীতি ছিল ভারতের ইতিহাসের সর্বোচ্চ ১১ দশমিক ১৬ শতাংশ, ২০১৪ সালের নভেম্বরেই তা কমে রেকর্ড সর্বনিম্ন ৪ দশমিক ৩৮ শতাংশে নেমে আসে।

সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও সেন্ট্রাল ব্যাংকিং জার্নালের সম্পাদক ক্রিস্টোফার জেফেরি বলেন, ‘আকর্ষণীয় নেতৃত্ব গুণাবলী, আত্মবিশ্বাসের পাশাপাশি অর্থনৈতিক সমস্যার মূল সমস্যা নিয়ে তার গভীর জ্ঞান ভারতীয় অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রভূত ভূমিকা রেখেছে।’

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.