আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ ডিসেম্বর ২০২০, বুধবার |

kidarkar

আল্টিমেটামের পরও ৩০% শেয়ার ধারনে ব্যর্থ ২৮ কোম্পানি

শেয়ারবাজার রিপোর্টঃ নির্ধারিত সময়ের পরেও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে ব্যর্থ হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৮ কোম্পানি। ফলে এসব কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

বিএসইসির সূত্র মতে,৩০ শতাংশ ধারণের সময় শেষ হয়েছে ২৭ অক্টোবর। ইতোমধ্যে ২ শতাংশ শেয়ার ধারণের সময় শেষ হয়েছে। নির্ধারিত সময়ে ২% শেয়ার ধারণ না করায় পদ হারিয়েছে ১৭ পরিচালক। ৩০ শতাংশ শেয়ার ধারণ না করলে কঠিন অবস্থানে যাবে বিএসইসি। ইতোমধ্যে ৩০% শেয়ার ধারণ নিয়ে বিএসইসি আল্টিমেটাম দিয়েছে। বলেন, ৩০ নভেম্বরের মধ্যে যেসব কোম্পানিতে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার সম্মিলিতভাবে ৩০ শতাংশ হয়নি, সেসব কোম্পানিগুলোকে ভাল করতে কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হবে।

বিএসইসির সূত্রে মতে, কমিশন উদ্যোগ নেওয়ার সময় ৪৩ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারন ৩০ শতাংশের কম ছিল। দুই দফায় বাড়ানো সময় শেষ হয় সোমবার (৩০ নভেম্বর)। এই সময়ে ১৫টি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা বাজার থেকে শেয়ার কিনে ৩০ শতাংশ শেয়ার ধারণ করেছেন। বাকি ২৮টি কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা শেয়ার কিনে ৩০ শতাংশ শেয়ার ধারনের বিধান পালন করেননি।

এই লক্ষ্যে বিএসইসি গত ৭৫০তম কমিশন সভায় ৩০ নভেম্বরের মধ্যে যেসকল তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকগণ আইন অনুযায়ী সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ব্যর্থ হবেন, সে সকল কোম্পানির বোর্ড পুনর্গঠনের লক্ষ্যে প্রস্তাবিত কর্ম-পরিকল্পনা চূড়ান্ত করেছে।

শেয়ার ধারনে ব্যর্থ কোম্পানিগুলো হলো- ইনটেক লিমিটেড, ফার্মা এইডস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, সালভো কেমিক্যাল,একটিভ ফাইন কেমিক্যাল, আফতাব অটোমোবাইলস, অগ্নি সিস্টেমস, আলহাজ্ব টেক্সটাইল, এপেক্স ফুটওয়্যার, এ্যাপোলো ইস্পাত,সিঅ্যান্ডএ টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস,ডেল্টা স্পিনার্স, ফ্যামিলিটেক্স, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফাইন ফুডস,ফু-ওয়াং সিরামিক, ফু-ওয়াং ফুডস, জেনারেশন নেক্সট ফ্যাশনস, ইমাম বাটন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং, অলিম্পিক এক্সেসরিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, ইউনাইটেড এয়ারওয়েজ, এবং কে অ্যান্ড কিউ।

যারা ৩০ শতাংশ ধারণ করেছে: নতুন কমিশন দায়িত্ব নেওয়ার সময়ে ৪১টি কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ছিলো না। ১ ডিসেম্বর পর্যন্ত ১৫টি কোম্পানি ৩০ শতাংশ শেয়ার ধারণ করে বিএসইসিতে চিঠি দিয়েছে। কোম্পানিগুলো হলো-বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা,বারাকা পাওয়ার, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিডি থাই,বিজিআইসি,সিটি ব্যাংক, এমারেল্ড অয়েল,ম্যাকসন্স স্পিনিং মিলস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং,নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স,পিপলস ইন্স্যুরেন্স,সাউথইস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড।

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.