আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ জুন ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

মাথাপিছু আয় বেড়েছে ১১ শতাংশ

মাথাপিছু আয় ২শেয়ারবাজার রিপোর্ট: দেশের মাথাপিছু জাতীয় আয় চলতি ২০১৪-১৫ অর্থবছরে বেড়ে ১ হাজার ৩১৪ মার্কিন ডলার দাঁড়িয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ ১ লাখ ২ হাজার ২৬ টাকা। অর্থাৎ, আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বেড়েছে প্রায় ১১ শতাংশ।
বাজেট দলিলাদি হিসেবে দেওয়া বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৫-এর উপাত্ত বিশ্লেষণে মাথাপিছু আয়ের এ তথ্য মিলেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৪ জুন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন।
২০১৩-১৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ১৮৪ মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ ৯২ হাজার ১৫ টাকা। এর আগে ২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৫৪ মার্কিন ডলার বা ৮৪ হাজার ২৮৩ টাকা।
অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুসারে, ২০১৪-১৫ অর্থবছরে চলতি বাজারমূল্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ বেড়ে ১৫ লাখ ১৩ হাজার ৬০০ কোটি টাকায় পৌঁছেছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ১৩ লাখ ৪৩ হাজার ৬৭৪ কোটি টাকা। তার আগের বছর জিডিপি ছিল ১১ লাখ ৯৮ হাজার ৯২৩ কোটি টাকা।

 

শেয়ারবাজারনিউজ/ও/তু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.