আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ জুন ২০১৫, শুক্রবার |

kidarkar

সিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফার কেমিক্যাল

Far Camical_SharebazarNewsশেয়ারবাজার ডেস্ক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষধ ও রসায়ন খাতের ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুরে ৩৮ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ৪৪৫ টাকা লেনদেন করেছে কোম্পানিটি। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, আলোচিত সপ্তাহে এই কোম্পানির মোট ৮৯ লাখ ৩৭২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ৪৪৫ টাকা। যা দৈনিক গড়ে ৭ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার ২৮৯ টাকা লেনদেন করেছে কোম্পানিটি।

২০১৪ সালে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির অনুমোদিত মুলধন ১৩১ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১০৯ কোটি ২৪ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ রয়েছে ৫২ কোটি ১৭ লাখ টাকা। এর মোট ১০ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৮৭৮টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কছে রয়েছে ৮৬.৮২ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১.৩২ শতাংশ এবং সাধারণ বিনিয়েগকারীদের কাছে রয়েছে ১১.৮৬ শতাংশ শেয়ার।

 

সিএসইতে সাপ্তাহিক লেদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো মধ্যে লাফার্জ সুরমা সিমেন্ট লেনদেন করেছে ৩৫ কোটি ২ লাখ ৭৬ হাজার ৫১ টাকা, ইউনাইটেড এয়ারওয়েজ ২৮ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৮৬০টাকা, বেক্সিমকো ১৬ কোটি ১ লাখ ৯৩ হাজার ৫৬৯ টাকা, সামিট পাওয়ার ১২ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৮৬১ টাকা, বাংলাদেম সাবমেরিন ক্যাবল ১১ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৮৯৪ টাকা, ব্র্যাক ব্যাংক ১০ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৮৬৩ টাকা, খুলনা পাওয়ারের ৯ কোটি ৯৩ লাখ ৩১ হাজার ২০৯ টাকা, ইউনাইটেড পাওয়ার ৯ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৬ টাকা এবং ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড লেনদেন করেছে ৭ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ২৫৪

 

শেয়ারবাজারনিউজ/মু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.