আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার |

kidarkar

পতন শেয়ারবাজারে: সূচক ও লেনদেনের সাথে বেশিরভাগ শেয়ার দর কমেছে

শেয়ারবাজার ডেস্ক : দেশের উভয় শেয়ারবাজারে গত কার্যদিবসের মত আজ বৃহস্পতিবারও পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ শেয়ারবাজারের সব সূচক কমেছে। সেই সাথে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.০২ পয়েন্ট কমে ৫ হাজার ১০৮.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৪৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭.৪২ পয়েন্ট এবং সিডিএসইসি ৪.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮০.০৯ পয়েন্ট, ১৭৯৮.৮১ এবং ১০৪৬.৮১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৭০৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬৬ কোটি ৯৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৭২ কোটি ৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির বা ২৫.৯১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৮৬টির বা ৫২.৩৯ শতাংশের এবং ৭৭টি বা ২১.৬৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭০.০৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির দর। আজ সিএসইতে ৫৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.