আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ ডিসেম্বর ২০২০, শনিবার |

kidarkar

জয়পুরহাটে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১১ , আহত ১০

শেয়ারবাজার ডেস্ক:  জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে বাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার  ভোরে সদরের পুরানাপৈল রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।  জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক বলেন, এখন পর্যন্ত ১১টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ট্রেনটি পার্বতীপুর থেকে ছেড়ে আসে। এটি রাজশাহীতে যাচ্ছিল। অপরদিকে পাঁচবিবি থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী বাসটি পুরানাপৈল রেলগেটে ওঠে পড়ে। এ সময় ট্রেনটি বাসটিকে ধাক্কা দেয়।

ফলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। পরে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হন ১০ জন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

রেলক্রসিং এ চলন্ত ট্রেনের সাথে বাস,ট্রাক বা প্রাইভেট কারের ধাক্কায় নিহত হবার ঘটনা যেন নিয়ম হয়ে দাড়িয়েছে। পরপর অসংখ্যবার এমন ঘটনায় মামলা করা হলেও কর্তৃপক্ষের কোন প্রকার উদ্যোগ বা সাড়া পাওয়া যায়নি। বছরে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে চক্রাকারে।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.