আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ ডিসেম্বর ২০২০, শনিবার |

kidarkar

এক কোটি ছাড়িয়েছে ভারতে করোনা শনাক্ত

শেয়ারবাজার ডেস্ক: পাশবর্তী দেশ ভারতে করোনাভাইরাসের সংক্রমন সনাক্তের  সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর ভারতই দ্বিতীয় দেশ, যেখানে করোনায় সংক্রমিত এক কোটি ছাড়াল। ৩০ জানুয়ারি কেরালা রাজ্যে প্রথম একজন করোনায় সংক্রমিত হন। করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন দেড় লাখের কাছাকাছি মানুষ।

এনডিটিভির খবরে জানা যায়, ভারতের সরকারি এক বিবৃতি বলছে, মে মাসে করোনায় সংক্রমিত হয়ে ৫০ হাজার মানুষ সুস্থ হন। আর ডিসেম্বর মাসে এসে করোনায়া সংক্রমিত হয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৯৫ লাখ পেরিয়েছে। দেশটিত কোভিড ১৯ থেকে সুস্থতার হার দ্রুত বেড়েছে।

আজ শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় টুইট করেছে। সেখানে করোনায় সুস্থতার উচ্চহার ও মৃত্যুর নিম্নহারের পেছনে সরকারের নেওয়া নীতি ও কৌশলের ভূমিকার কথা বলা হয়। টুইটে মন্ত্রণালয় জানায়, ভারতে করোনায় সুস্থতার হার ৯৫ শতাংশের বেশি। বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে এটি অন্যতম। আরেক টুইটে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৩৪ রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় সুস্থতার হার ৯০ শতাংশের বেশি।

ভারতে ৩২৫ দিনে করোনায় সংক্রমিত এক কোটি ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৫ হাজার ১৫২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ভারতে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১ কোটি ৪ হাজার ৫৯৯। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৪৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ১৩৬ জনের।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.