আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ ডিসেম্বর ২০২০, রবিবার |

kidarkar

জম্মু-কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান: ভারত

শেয়ারবাজার ডেস্ক: জম্মু-কাশ্মীরের রাজউড়ী জেলার নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। বুধবার সন্ধ্যায় একজন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল দেবেনদার আনন্দ জানান, পাকিস্তান সন্ধ্যা ৬টার দিকে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এলওসি-র পাশে হাল্কা অস্ত্র দিয়ে গুলি চালায় এবং মর্টার সেল নিক্ষেপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এ সময় ভারতীয় সেনাবাহিনী এ হামলার যথাযথ পাল্টা জবাব দেয় বলেও জানান তিনি।

এই বছরের শুরু থেকেই পাকিস্তান কিছুদিন পরপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। চলতি বছরে ৩,২০০ এরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এ সব হামলায় ৩০ জন বেসামরিক মানুষ মারা গেছেন এবং অন্তত শতাধিক আহত হয়েছেন।

সূত্র: আইএএনএস

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.