মিরপুরে কালশী বস্তিতে অগ্নিকান্ড

শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর মিরপুরে কালশী বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
মিরপুর–১১ কালশী বস্তিতে বেলা ১টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। সংবাদ পাওয়ার পরপরেই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। তবে আগুনে এখনো নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয় ও বস্তিবাসীরাও আগুন নেভাতে সহায়তা করছে। তবে পাশাপাশি ঘর থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
শেয়ারবাজার নিউজ/মি