আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার |

kidarkar

আরামিট সিমেন্ট লিমিটেডের ২৪তম এজিএম অনুষ্ঠিত

শেয়ারবাজার ডেস্ক: আরামিট সিমেন্ট লিমিটেড এর ২৪ তম বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ভার্চুয়াল ফ্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস এম আলমগীর চেীধুরী উক্ত সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে পরিচালক শুক্লা দাশ, আব্দুল কুদ্দুস, খোরশেদুল আলম এবং স্বাধীন পরিচালক ওয়ারেছুুজ্জামান চৌধুরী উক্ত সভায় উপস্থিত ছিলেন।

কোম্পানী সচিব সৈয়দ কামরুজ্জামান, এফসিএমএ এর সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ শাহ আলম, এফসিএমএ সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার।

শেয়ারহোল্ডারগণ সভায় অবহিত হন যে, কোম্পানী ২০১৯ – ২০ সালে সমাপ্ত বছরে ৩২৭,১৬৪ মে. টন সিমেন্ট বিক্রয় করেছে যাহার নীট মূল্য ১৯৩২.০৮ মিলিয়ন টাকা। শেয়ারহোল্ডারবৃন্দ আরো অবহিত হন যে, কোম্পানী উক্ত বছরে মোট ৪০,৪১৮ মে. টন সিমেন্ট রপ্তানী করেছে এবং জাতীয় কোষাগারে আমদানী শুল্ক, আয়কর ও মূল্য সংযোজন কর বাবদ ৪৩০.৩৯ মিলিয়ন টাকা জমা করেছে ।

কোম্পানীর প্রধান আর্থিক কর্মকর্তা, শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক জবাব প্রদান করেন। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানীর ২০১৯ – ২০ সালে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী সহ নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালক মন্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

পরিশেষে, সভার সভাপতি প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণার্থে শেয়ারহোল্ডারদের সর্বাত্বক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একই সাথে কোম্পানী সুষ্ঠুভাবে পরিচালনায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.