আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ ডিসেম্বর ২০২০, বুধবার |

kidarkar

৩৪১৫ জনের মনোনয়ন বৈধ

শেয়ারবাজার ডেস্ক: দ্বিতীয় ধাপে পৌরসভার নির্বাচনে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ৩ হাজার ৪১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে তিন পদে মোট মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩ হাজার ৫৬২ জন। এর মধ্যে তিন পদে ৬১ পৌরসভায় বাছাইয়ে বাদ পড়েছে ১৪৭টি মনোনয়নপত্র। বাছাই শেষে মেয়র পদে একক প্রার্থী রয়েছে দুই পৌরসভায়। গতকাল মঙ্গলবার দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভায় তিন পদে মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় মেয়র পদে ২৩১ জনের, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৪৪৫ জনের ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর মধ্যে পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় দুই জন ও পিরোজপুরের সদর পৌরসভায় তিন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে তিন জন বাদ পড়ে দুটি পৌরসভায় একক প্রার্থী রয়েছে। বাদ পড়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হলে একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা ও বাছাই শেষে প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। ১৬ জানুয়ারি এ ধাপে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.