আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ ডিসেম্বর ২০২০, বুধবার |

kidarkar

ভারত কে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা করার পথ বাতালেন গাভাস্কার

শেয়ারবাজার ডেস্ক: অস্ট্রেলিয়া-ভারত চার ম্যাচের সিরিজের কেবল এক টেস্ট শেষ হয়েছে। এর মধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে ভারতের হোয়াইটওয়াশ হওয়ার সম্ভাবনা নিয়ে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পর সফরে ভারতীয়দের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা শঙ্কা। কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার অবশ্য বলছেন, এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। সেটির পথও বাতলে দিলেন তিনি।

ভারতের একটি টিভি চ্যানেলে গাভাস্কার বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের এখন ভেঙে না পড়ে নিজেদের সামর্থ্যে আস্থা রাখতে হবে। দলকে এখন বিশ্বাস রাখতে হবে, সিরিজের বাকিটায় তারা ফিরে আসতে পারে।
ইতিবাচক থাকতে না পারলে ৪-০ তে সিরিজ হেরে ফিরতে হবে। ইতিবাচক থাকতে পারলে, অবশ্যই ঘুরে দাঁড়ানো সম্ভব।

মেলবোর্ন টেস্টে ভারতকে শুরুটা খুব ভালো করতে হবে। তরতাজা মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে।’

প্রথম টেস্টে বিধ্বস্ত হওয়া ভারতের ব্যাটিং অর্ডারে দু’টি পরিবর্তন চান গাভাস্কার। পিতৃত্বকালীন ছুটি পাওয়া বিরাট কোহলির জায়গায় লোকেশ রাহুলের একাদশে আসা নিশ্চিতই। সঙ্গে পৃথ্বি শ’র বদলে একাদশে শুবমান গিলকে চান গাভাস্কার। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের ফাইলফলক ছোঁয়া সুনীল গাভাস্কার বলেন, ‘দু’টি পরিবর্তনের কথা ভাবতে পারে ভারত। পৃথ্বি শ’র জায়গায় লোকেশ রাহুলকে দিয়ে ইনিংস ওপেন করানো উচিত। পাঁচ বা ছয়ে খেলানো উচিত শুবমান গিলকে। তার ফর্ম বেশ ভালো। শুরুটা আমরা ভালো করতে পারলে অবস্থার পরিবর্তন হতে পারে।’
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামী ২৬শে ডিসেম্বর।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.