আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার |

kidarkar

ওয়ালটন এমপিএল-এর ফাইনালে থান্ডার ও রাইডার্স

শেয়ারবাজার ডেস্কঃ ময়মনসিংহে একশ বলের টুর্নামেন্ট ওয়ালটন এমপিএলে (ময়মনসিংহ প্রিমিয়ার লিগ) ফাইনালে উঠেছে থান্ডার ও রাইডার্স। শুক্রবার সকাল পৌনে ১২টায় শুরু হবে ফাইনাল। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

চতুর্থ দিন সকালে প্রথম সেমিফাইনালে ঈগলসকে ৭ উইকেটে হারিয়েছে থান্ডার। টস হেরে ব্যাট করতে নামে ময়মনসিংহ ঈগলস। সৈকত আলী ও ইলিয়াস সানি জুটি বেধে দলকে বড় স্কোরে নিয়ে যান। শেষভাগে ঝড় তোলেন মুন। ৭ উইকেট ১৫৯ রানে থামে ঈগলস। মুন ৪৮ রানে অপরাজিত ছিলেন। ৩ উইকেট নেন শুভাগত হোম। জবােব সামির ৬৫ আর তৈাহিদ হৃদয়ের ৪৬ রানে ভর করে ছয় বল আগেই জেতে থান্ডার। ম্যাচ সেরা হয়েছেন সামি।

দুপুরে দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ সিক্সার্সকে ৫ উইকেটে হারিয়েছে ময়মনসিংহ রাইডার্স। টস জিতে ব্যাট করতে নেমে সিক্সার্স ৬ উইকেটে করে ১০৪ রান। সর্বোচ্চ ৪৭ রান করেন সান। জবাবে ফাহিমের ২১ রানে ভর করে সাত বল আগে জয় পায় রাইডার্স। ম্যাচ সেরাও হয়েছেন ফাহিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র জনাব ইকরামুল হক টিটু, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জনাব মো: কামরুল হাসান, এনডিসি, ময়মনসিংহ রেন্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, বিপিএম, ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মো: মিজানুর রহমান, পুলিশ সুপার জনাব মোহা: আহমার উজ্জামান বিপিএম-সেবা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জনাব খালেদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব দিলীপ পান্ডে।

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন। পাওয়ারড বাই স্পন্সর হিসেবে থাকছে ফাস্ট ওয়াশ। কো স্পন্সর হিসেবে থাকছে ক্লিয়ার ইট হ্যান্ড স্যানিটাইজার, জেলা পরিষদ ময়মনসিংহ ও আইডিয়াল ইলেকট্রিকাল এন্টারপ্রাইজ।

প্রেস বিজ্ঞপ্তি

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.