আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ ডিসেম্বর ২০২০, সোমবার |

kidarkar

মার্কেন্টাইল ব্যাংকের আরও ১৫ টি শাখায় ‘ইসলামিক ব্যাংকিং’ সেবার উদ্বোধন

শেয়ারবাজার ডেস্কঃ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশব্যাপী আরও ১৫ টি শাখায় ‘তাক্বওয়া’ নামে শরিয়াহ্ভিত্তিক ইসলামিক ব্যাংকিং সেবার কার্যক্রম শুরু করেছে। আজ সোমবার (২৮ ডিসেম্বর, ২০২০) এক অনলাইন ভার্চুয়াল প্লাটফর্ম এর মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে ১৫টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবার উদ্বোধন করেন। শাখাগুলো হলো- ১. গুলশান শাখা, ঢাকা; ২. তেজগাঁও-গুলশান লিংক রোড শাখা, ঢাকা; ৩. এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা; ৪. নারায়ণগঞ্জ শাখা; ৫. কুমিল্লা শাখা; ৬. জুবিলী রোড শাখা, চট্টগ্রাম; ৭. ছাগলনাইয়া শাখা, ফেনী; ৮. খুলনা শাখা; ৯. হাজীগঞ্জ শাখা, চাঁদপুর; ১০. সিলেট শাখা; ১১. সুয়াগঞ্জ শাখা, কুমিল্লা; ১২. রাজনগর এসএমই/কৃষি শাখা, ফেনী; ১৩. দাগনভূঞা শাখা, ফেনী; ১৪. মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী ও ১৫. আমিশাপাড়া এসএমই/কৃষি শাখা, নোয়াখালী। এ নিয়ে দেশব্যাপী ২৫টি শাখায় প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ জি. ডব্লিউ. এম. মোর্তজা, মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান ও শামীম আহমেদ, ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মো: মিজানুর রহমান সরকার, সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি মার্কেন্টাইল ব্যাংক ইসলামী ব্যাংকিং গ্রাহকদের বিশেষ চাহিদা পূরণ করে সব ধরণের সেবা নিশ্চিত করবে। তিনি বলেন, খুব শীঘ্রই দেশব্যাপী মার্কেন্টাইল ব্যাংকের আরো ২০টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো খোলা হবে, এর ফলে আমাদের ইসলামী ব্যাংকিং উইন্ডো হবে ৪৫টি।

প্রেস বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.