আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ জানুয়ারী ২০২১, রবিবার |

kidarkar

লেনদেনের শীর্ষে রয়েছে যারা

শেয়ারবাজার ডেস্ক:সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষ তালিকর প্রথম স্থানে ওঠে এসেছে মোবইল ফোন অপারেটর খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটি আজ দিন শেষে ২৮১ কোটি ২৭ লাখ টাকার লেনদেন করেছে। সারাদিনে কোম্পানিটি ৪৪ হাজার ১৮৩ বারে ৩ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৬২৩  টি শেয়ার লেনদেন করেছে।

অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর আজ লেনদেন হয়েছে সর্বোচ্চ ১৯০ কোটি ৮০ লাখ টাকার। সারাদিনে কোম্পানিটি ১২হাজার ৮৭৬ বারে ২ কোটি ৩০ লাখ ৩০ হাজার ১৬৩  টি শেয়ার লেনদেন করেছে।

তৃতীয় স্থানে থাকা লঙ্কা বাংলা ফাইন্যান্সের আজ সর্বোচ্চ লেনদেনে হয়েছে ১৬৮ কোটি ৬লাখ টাকার। সারাদিনে কোম্পানিটি ১০হাজার ৬১৯ বারে ৩ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ১৩৭  টি শেয়ার লেনদেন করেছে।

একই দিনে তালিকার শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক,লাফার্জ হোলসিম, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং বিডি ফাইন্যান্স।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.