আজ: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ জানুয়ারী ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

এনার্জিপ্যাকের চুক্তি স্বাক্ষর ও লেনদেন শুরু

শেয়ারবাজার রিপোর্ট: এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ট্রেডিং শুরু হয়েছে। এ উপলক্ষে ‘ডিএসই টাওয়ার’ এর ট্রেনিং একাডেমিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা আবদুল মতিন পাটোয়ারী, ডিএসইর চিফ অপারেটিং অফিসার এম সাইফুর রহমান মজুমদার, ডিএসইর উপ-মহাব্যবস্থাপক এবং সিআরও (বর্তমান চার্জে) মো. আবদুল লতিফ, ইপিজিএল’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ, ইপিজিএল’র পরিচালক এনামুল হক চৌধুরী, ইপিজিএল’র পরিচালক মো. নুরুল আকতার, ইপিজিএল’র পরিচালক রেজওয়ানুল কবির, ইপিজিএল’র স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, ইপিজিএল’র ইইএল -এর প্রতিনিধি পরিচালক গোলাম মোহাম্মদ, ইপিজিএল’র সিএফও মো. আমিনুর রহমান খান, ইপিজিএল’র কোম্পানি সচিব মো. আলাউদ্দিন শিবলি, এসিএস, আইটিপি; ইপিজিএল’র ডিজিএম, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. লুৎফর রহমান, এফসিএ; আইসিবি’র প্রধান নির্বাহী শুক্লা দাস; এলবিআইএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম এবং স্যাটকম আইটি লি. -এর ভাইস চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই, এনার্জিপ্যাক, আইসিবি, এলবিআইএল এর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অংশীদারগণ।

একইদিন বিকেলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঢাকা অফিসে ইপিজিএলের পৃথক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ; ইপিজিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ এবং সিএসই, ইপিজিএল, আইসিবি, এলবিআইএল, স্যাটকম আইটি লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইপিজিএলের আইপিও আবেদন গত বছরের ৭ ডিসেম্বর শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হয়। ইপিজিএলের আইপিও সাধারণ বিনিয়োগকারীদের ৬২৪,৫৫০,৮০০ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৬২.৪৭ কোটি টাকার আবেদন পেয়েছিল, যা কিনা ১০.৬১ গুণ বেশি। এর ফলে, চলতি বছরের ৩ জানুয়ারি লটারির মাধ্যমে বিনিয়োগকারীদের ইপিজিএল এর শেয়ার বরাদ্দ দেয়া হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২১ অক্টোবর এর ৭৪৫তম সভায় সাধারণ বিনিয়োগকারীদের (আরবি, এএসআই, এনআরবি) আইপিওর জন্য আবেদন করার অনুমোদন দেয়। ৩০শ জুন ২০১৯ তারিখের সংস্থাটির আর্থিক বিবরণী অনুসারে পূনর্মূল্যায়ন সঞ্চিতিসহ শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ৪৫.১১ টাকায় এবং শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (মূল্যায়ন রিজার্ভ বাদে) দাঁড়িয়েছে ৩০.২০ টাকায়। এছাড়া বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩.১৩ টাকায় এবং গত ৫ বছরের শেয়ার প্রতি ওয়েটেড অ্যাভারেজ আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২.২১ টাকায়।

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.