এসিআই ফর্মুলেশনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভূক্ত কোম্পানি এসিআই ফর্মুলেশনস লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের অনুষ্ঠিত বোর্ড সভায় উক্ত প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৪৮ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.১৭ টাকা। ।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৬ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ১.০২ টাকা।
৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.৮৬ টাকা।
শেয়ারবাজার নিউজ/মি