আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ জানুয়ারী ২০২১, শনিবার |

kidarkar

মহামারির দুঃসময়েও অ্যাপলের বিস্ময়কর উন্নতি

শেয়ারবাজার ডেস্ক: অ্যাপলের বিক্রির পরিমাণ নতুন রেকর্ড ছুঁয়েছে। ক্রিসমাসের মধ্যে তারা হাজার হাজার ইউনিট আইফোন, আইপ্যাড, ম্যাকবুক বিক্রি করেছে। মহামারির মধ্যেও তাদের বিক্রির পরিমাণ ছিলো বিস্ময়কর।২০২০ সালের শেষ তিন মাসে অ্যাপলের মোট পণ্য বিক্রির আর্থিক মূল্য ১১১ বিলিয়ন ডলারের বেশি। যা আগের বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

অ্যাপলের এই অর্জন সম্ভব হয়েছে মহামারির কারণে লোকজনের অনলাইনমুখি হওয়ার কারণে। অফিসের কাজ বা আত্মীয়দের সাথে যোগাযোগ— সব কিছুর জন্যই এখন লোকজনের ভালো মানের প্রযুক্তির দরকার।

সারা পৃথিবীতে এখন ১.৬৫ বিলিয়ন ইউনিট সক্রিয় অ্যাপল পণ্য আছে। এর মধ্যে এক বিলিয়নের বেশি আইফোন।

আইফোন ১২ বাজারে আসার পর বহু লোক তাদের পুরোনো ফোন বদলে নতুন ফোন নিয়েছেন। এই পরিবর্তনই অ্যাপলের নতুন লভ্যাংশ ঘরে তোলার পথ খুলে দিয়েছে বলে ধারণা বাজার বিশ্লেষকদের।

অ্যাপল বলেছে, চীনে তাদের পণ্যর প্রসার অনেক বেড়ে গেছে। বিশেষ করে দেশটিতে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দেশটিতে ফাইভ-জি সম্বলিত ফোনের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

চীনা অঞ্চলে, যেখানে তাইওয়ান ও হংকংও আছে, অ্যাপলের পণ্যের চাহিদা ৫৭ পর্যন্ত বেড়ে গেছে। ইউরোপে অ্যাপলের চাহিদা বেড়েছে ১৭ শতাংশ পর্যন্ত আর আমেরিকায় এর পরিমাণ ১১ শতাংশ।
লুসা মায়েস্ট্রি, অ্যাপলের প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা বলেন, “সারা পৃথিবীতেই অ্যাপলের পণ্য ভালো ব্যবসা করছে। আমরা এখন বছরের নতুন প্রান্তিকের দিকে অত্যন্ত আশাবাদী হয়ে তাকিয়ে আছি।”

 

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.