কাট্টালী টেক্সটাইলের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজার ডেস্কঃ শেয়ারবাজারের তালিকাভুক্ত কাট্টালি টেক্সটাইল লিমিটেড প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে
জানা যায়, ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৬ টাকা। গত বছরে একই সময়ে আয় ছিল ৬২ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৭ টাকা ৯৮ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৫ পয়সা।
৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ পয়সা। যা গত বছর ছিল ৪৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৮ টাকা ২৫ পয়সা।
শেয়ার প্রতি আয় হয়েছে ৩৬ টাকা
pagol hoye geso
2020 সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে আয় ৩৬ টাকা না ৩৬ পয়সা হবে?
ha ha ha
এই কুত্তার বাচ্চারা ভুয়া নিউজ করে প্রতারনা করে এ সব করে থাকে
Eps 36tk wow
পুরনো খবর নতুন তারিখ। বাহ্
এইসব শেয়ারে সুস্হ ব্রেইনের কেউই ইনভেষ্ট করে না।
Awesome things here. I’m very glad to look your post.
Thanks so much and I am looking forward to contact you.
Will you kindly drop me a e-mail?