আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ ফেব্রুয়ারী ২০২১, বুধবার |

kidarkar

বঙ্গবন্ধু শিল্পনগর উন্নয়নসহ আট প্রকল্প অনুমোদন

শেয়ারবাজার ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়নসহ ৮ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার রাজধানীর শের-ই বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৩২৪ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১৪০ কোটি ৩৯ লাখ টাকা। বৈদেশিক ঋণ থেকে ৬ হাজার ১৬৫ কোটি ৮২ লাখ টাকা ও সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ১২ লাখ টাকা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.