আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ ফেব্রুয়ারী ২০২১, বুধবার |

kidarkar

সূচক ও লেনদেন উভয়ই কিছুটা বেড়েছে

শেয়ারবাজার ডেস্ক : দেশের উভয় শেয়ারবাজারে আজ বুধবার কিছুটা উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কিছুটা বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৯.৪০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৭৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট এবং সিডিএসইটি ১১.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৫.৩৪ পয়েন্টে, ২১০১.৮২ পয়েন্ট এবং ১১৮১.৩৯ পয়েন্টে।

আজ ডিএসই ৭৮৬ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০২ কোটি ৭১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৩০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৫টির বা ২৬.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৪৮টির বা ৪১.৮১ শতাংশের এবং ১১১টির বা ৩১.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৯.০৩ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ১০৫টির আর ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.