আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ ফেব্রুয়ারী ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

চলতি বছর বিশ্বে স্মার্টফোন বিক্রি বাড়বে সাড়ে ১১%

শেয়ারবাজার ডেস্ক: চলতি বছর বিশ্ব বাজারে ১৫৩ কোটি ইউনিটের কাছাকাছি স্মার্টফোন বিক্রি হবে। যা গত বছরের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেশি। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার প্রকাশিত প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে।

প্রতিবেদন বলছে, ২০১৯ সালে বিশ্ব বাজারে ১৫০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে। আর গত বছরজুড়ে স্মার্টফোন বিক্রি কমে দাঁড়ায় ১৩০ কোটি ইউনিটে।

এই হিসাবে গত বছর স্মার্টফোন বিক্রি কমেছে ১০ দশমিক ৫ শতাংশ। তবে এখন হোম অফিস ও অনলাইন শিক্ষার প্রসারে মোবাইল ডিভাইসের চাহিদা বেড়েছে। যে কারণে চলতি বছর স্মার্টফোন বাজার আগের অবস্থায় যাওয়ার আশা করা হচ্ছে।

বিশ্বে স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধিতে চলতি বছর বড় ভূমিকা রাখবে ফাইভ-জি সমর্থিত ডিভাইস। গার্টনার বলছে, চলতি বছর বৈশ্বিক বাজারে মোট যত সংখ্যক ইউনিট স্মার্টফোন বিক্রি হবে তার ৩৫ শতাংশই হবে ফাইভজি সমর্থিত।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.