আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ ফেব্রুয়ারী ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

হাইডেলবার্গ সিমেন্টের দুই কোম্পানিকে অধিগ্রহণে উচ্চ আদালতের সম্মতি

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট দুই কোম্পানিকে অধিগ্রহণ করেছে। কোম্পানিগুলো হচ্ছে- এমিরেটস সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার। দুই কোম্পানিকে অধিগ্রহণের এ বিষয়ে সম্মতি জানিয়েছে উচ্চ আদালত ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হাইডেলবার্গ সিমেন্ট, এমিরেটস সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানি যৌথভাবে মার্জারের বিষয়ে উচ্চ আদালতে আবেদন করে। গত ৭ ফেব্রুয়ারি উচ্চ আদালত কোম্পানিগুলোর আবেদনের প্রতি সন্তুষ্ট প্রকাশ করে। আর বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানানোর নির্দেশ দিয়েছে।

এমিরেটস সিমেন্ট ও এমিরেটস পাওয়ার কোম্পানির রেজিস্ট্রেড অফিস ইস্ট মুক্তারপুর, মুন্সিগঞ্জ ঢাকায় অবস্থিত।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.