আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ ফেব্রুয়ারী ২০২১, বুধবার |

kidarkar

এসএস স্টিলের কা‌ছে অধিগ্রহণের তথ্য চে‌য়ে‌ছে বিএসই‌সি

আতাউর রহমান: শেয়ারবাজা‌রে তা‌লিকাভুক্ত প্র‌কৌশল খা‌তের কোম্পা‌নি এসএস স্টিল দুইশত কো‌টি টাকার বি‌নিম‌য়ে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি সাউথইস্ট ইউনিয়ন সিরামিকের ৭৫ শতাংশ শেয়ার অধিগ্রহণের ‌সিদ্ধান্ত নি‌য়ে‌ছে।

কোম্পা‌নি‌টির নেওয়া সিদ্ধা‌ন্তের সত্যতা যাচাই‌য়ে অ‌ধিগ্রহ‌ণ সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রমাণ স্বরূপ চে‌য়ে‌ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশন (বিএসই‌সি)।

সম্প্রতি বিএসইসি এ সংক্রান্ত এক‌টি চিঠি এসএস স্টিলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কা‌ছে পাঠানো হয়েছে। যার অনুলিপি দেশের উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা প‌রিচাল‌কের কা‌ছে পাঠানো হয়েছে।

চিঠিতে উ‌ল্লেখ করা হয়, এসএস স্টিলের পর্ষদ প্রায় ২০০ কোটি টাকার বিনিময়ে সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। ওই অর্থের মাধ্যমে চায়না-বাংলাদেশের যৌথভাবে গঠিত কোম্পানিটির ৭৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করা হবে। অধিগ্রহণ করা কোম্পানিটি খুলনার বাগেরহাট জেল‌রে কাটাখালিতে অবস্থিত।

এরই ধারাবা‌হিকতায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ১১(২) এর আলোকে বিভিন্ন প্রমাণাদির তথ্য চেয়েছে বিএসই‌সি। এর ম‌ধ্যে- শেয়ার ক্রয়েরে চুক্তির দলিল, অধিগ্রহণের জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠানের দর মূল্যায়ন রিপোর্ট, এ বিনিয়োগের ফলে এসএস স্টিলের মুনাফা বৃদ্ধির পরিমাণ মূল্যায়ন রিপোর্টসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ‌জমা দি‌তে হ‌বে কোম্পা‌নি‌টি‌কে। এছাড়া অধিগ্রহণ করা উভয় কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় উপস্থিত পরিচালকদের সংখ্যা, উভয় কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব এবং উভয় কোম্পানির রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) সত্যায়িত সিডিউল- ১০ (X) ও সিডিউল- ৭ (XII) এর কপি চে‌য়ে‌ছে বিএসই‌সি।

এ বিষ‌য়ে জ‌ান‌তে চাই‌লে এসএস স্টি‌লের কোম্পা‌নি সচিব মোস্তা‌ফিজুর রহমান ব‌লেন, ‘সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজে এসএস স্টিলের ২০০ কোটি টাকার বিনিয়োগের বিষ‌য়ে ‌বিএসই‌সি কিছু তথ্য চে‌য়ে‌ছে। অামরা সে অনুযায়ী বিএসই‌সি‌কে তথ্য দি‌য়ে‌ছি। ওই বিষ‌য়ে বিএসই‌সি এখনও কিছুই জানায়‌নি।’

প্রসঙ্গত, সাউথইস্ট ইউনিয়ন সিরামিক ইন্ডাস্ট্রিজ একটি চায়না-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। এটির ফ্যাক্টরি খুলনার বাগেরহাটে অবস্থিত। কোম্পানিটির বর্তমান উৎপাদন ক্ষমতা বছরে ৯ কোটি ৬০ লাখ স্কয়ার ফিট। এ সংক্রান্ত বিষয়ে সাধারণ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে এসএস স্টিল। ইজিএমের তারিখ ও স্থান পরে জানানো হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.